‘পিসিআর ল্যাব স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়’
রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে রাঙামাটি মেডিকেল কলেজে পিসিআর ল্যাব স্থাপনের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন- রিজার্ভ বাজার এলাকার আজিজুল ইসলাম ও মো.আনোয়র হোসেন।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবীর হোসেন জানান, পিসিআর ল্যাবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিভিল সার্জন বিপাশ খীসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পিসিআর ল্যাবে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।”
মতামত দিন