ওই নারীর কাছে মাদক সেবনের জন্য প্রতিদিনই টাকা চাইতো তার ছেলে
টাঙ্গাইলের মধুপুরে এক নারীর অভিযোগে তার মাদকাসক্ত ছেলে শামীম হোসেনকে (২০) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এ. করিম এ দণ্ডাদেশ দেন।
পুলিশ জানায়, স্বামীহারা ওই নারীর কাছে মাদক সেবনের জন্য প্রতিদিনই টাকা চাইতো তার ছেলে শামীম। দিতে না পারলেই তাকে মারধর করেতো ছেলে। অত্যচারে অতিষ্ঠ হয়ে রবিবার বিকেলে তিনি স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সোমবার মাদকাসক্ত শামীমকে গ্রেফতার করে।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল ঢাকা ট্রিবিউনকে বলেন, অভিযোগ পেয়ে মাদকাসক্ত শামীমকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে।
মতামত দিন