নিহত সিয়ামের (৮) চাচাতো ভাই রাকিবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়
রাজধানীর মিরপুরের পশ্চিম মনিপুরে আটবছর বয়সী শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে ফেলার অভিযোগে তার চাচাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
সিয়াম শেখ নামের শিশুটি ওই এলাকার একটি ভবনের কেয়ারটেকার বাশার শেখের ছেলে। শুক্রবার (১০ জুলাই) বিকাল ৫টার দিকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
এঘটনায় শিশুটির চাচাতো ভাই রাকিবকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, “বৃহস্পতিবার থেকে সিয়ামের খোঁজ পাওয়া যাচ্ছিলো না। একারণে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।জিডি হওয়ার পর সিয়ামের চাচাতো ভাই রাকিবকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যে সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।”
রাকিবকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি বলেন, “তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জেরে সিয়ামকে সে হত্যা করে। পরে সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রাখে।”
তবে কী নিয়ে সিয়ামের সঙ্গে রাকিবের সমস্যা হয়েছিলো, বিষয়টি কেন হত্যাকাণ্ডে গড়াল সেসব বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
মতামত দিন