মঙ্গলবার রংপুর নগরীর ‘হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে’ ভুয়া এমবিবিএস ও এফসিপিএস ডিগ্রিধারী ওই চিকিৎসকসহ মোট ৭জনকে গ্রেফতার করে পুলিশ
রংপুর নগরীর ধাপ এলাকায় ‘হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়ে মোতালেব হোসেন রিপন নামে এক ভুয়া এমবিবিএস ও এফসিপিএস ডিগ্রী ধারী চিকিৎসকসহ ৭ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটান পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) বিকালে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ।
পুলিশ জানায়, গোপন সংবাদের উপর ভিত্তিতে নগরীর ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান পরিচালনা করে ভুয়া এমবিবিএস, এফসিপিএস ডিগ্রিধারী চিকিৎসক মো. মোতালেব হোসেন রিপন ও তার সহকর্মী হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. মোস্তফা কামাল, ম্যানেজার মো. তৌফিক ইসলাম রাফিকে গ্রেফতার করা হয়।
এসময় ওই চিকিৎসক ও হাসপাতালটির মালিককে শিক্ষাগত সনদপত্রসহ ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়। কিন্তু তারা চিকিৎসা সংক্রান্ত শিক্ষাগত সনদপত্র কিংবা ডায়াগনস্টিক সেন্টার রেজিস্ট্রেশনের কোনও কাগজপত্র উপস্থাপন করতে পারেনি বলে জানায় পুলিশ।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে, উক্ত ভুয়া ডাক্তারকে সহায়তা প্রদানকারী মো. এরশাদ আলী, মো. আব্দুর রউফ রেজাউল ও মো. নয়া মিয়া নামে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
এসময় নাম-পদবীসহ ০২ টি নেম প্লেট, ০৪ টি সিল, ০১ টি নাম-পদবীসহ সিল, একটি ডাক্তারি প্রেসক্রিপশন প্যাড, একটি ডিসকভার কোম্পানি ১২৫ সিসি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল এবং একটি সামসাং কোম্পানির মোবাইল সেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে ওই ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া ডিগ্রী উল্লেখ করে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলো তারা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, রংপুরের সিভিল সার্জেন ডা. হিরম্ব কুমারকে অবহিত করে মেট্রোপলিটান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
মতামত দিন