মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে
যশোরের বেনাপোল স্থলবন্দর থানার ধান্যখোলা সীমান্ত এলাকা থেকে থেকে রিয়াজুল ইসলাম (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। নিহত যুবক বেনাপোলের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (৩ জুলাই ) ভোরে মাঝের ডাংগির পশ্চিম মাঠ এলাকার স্থানীয়রা সীমান্তের ২৬ নম্বর মেইন পিলার ও ৩ নম্বর টি পিলারের পাশে মরদেহটি দেখে বিজিবিকে খবর দেয়। ধান্যখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রকৃত ঘটনা পরে জানা যাবে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে।
মতামত দিন