বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ফেরদৌস আহমেদ (৫৮) মারা গেছেন। বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লালমনিরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
লালমনিরহাট আদালত ও তার পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালের ২ অক্টোবরে ভোলা জেলা থেকে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ পদমর্যাদায় লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে যোগদান করেন মো. ফেরদৌস আহমেদ। চলতি বছরের ১ জুন তিনি ঢাকা থেকে লালমনিরহাটে আসেন এবং ৪ জুন আদালতের বিচার কাজ পরিচালনা করে আবার ঢাকায় ফিরে যান। এরপর তার শরীর খারাপ হলে করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। গত ১৪ জুন প্রাপ্ত রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ার পরেই তাকে ওইদিন ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউ’তে রাখা হয়। তার শরীরে রক্তের প্লাজমাও দেওয়া হয়। তবে ১১ দিন পর মৃত্যুর কাছে পরাজিত হন তিনি।
লালমনিরহাটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আফাজ উদ্দিন বলেন, গত ১৪ জুন সিনিয়র বিচারক ফেরদৌস আহমেদ স্যার করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার পর তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। শত চেষ্টা করেও আমরা স্যারকে বাঁচাতে পারলাম না। তিনি একজন বিচক্ষণ ও অভিজ্ঞতাসম্পন্ন বিচারক ছিলেন। আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেলো।”
মতামত দিন