হামলাকারীদের ভয়ে বাড়ির পুরুষরা সরে গেলে হামলা করা হয় নারীদের ওপর
জুয়া খেলায় বাধা দেওয়ায় কুমিল্লার লাকসাম উপজেলায় বাড়ি ও দোকানে হামলা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। পরিবারের পুরুষ সদস্যদের না পেয়ে মারধর করা হয়েছে নারীদের। হাতিয়ে নেওয়া হয়েছে বাড়ি এবং দোকানের মালামাল ও নগদ টাকা।
রবিবার (২১ জুন) রাতে উপজেলার মিজিয়াপাড়া কাজী বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয়রা।
ভুক্তভোগী কাজী মো. দুলাল মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের জানান, তাদের বাড়ির পাশে কিছু লোক জুয়া খেলে। এতে বাধা দেন তার ছেলে কাজী মো. শোয়েব। যার জেরে স্থানীয় পলকট গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীন আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা রবিবার রাতে দুলাল ও তার ভাইয়ের ঘরে হামলা চালায়।
দুলালের অভিযোগ, অভিযুক্তরা তাদের দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ভয়ে বাড়ির পুরুষরা সরে গেলে হামলা করা হয় নারীদের ওপর। পরে জাতীয় জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ কল দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, হামলার বিষয়ে স্থানীয় স্থানীয় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমাধানের আশ্বাস দিয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীন আলম বলেন, “এগুলো বিরোধী পক্ষের অপপ্রচার।”
এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন