শনিবার (২০ জুন) বেলা ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের খাসিয়া সম্প্রদায়ের সদস্যদের গুলিতে বাবুল বিশ্বাস (৩৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।
শনিবার (২০ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার কালাইরাগ সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত বাবুল উপজেলার ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের সাতাল গ্রামের বাসিন্দা ছিলেন।
৪৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমদ ইউসুফ জামিল বলেন, কালাইরাগ বিওপির আওতাধীন বর্ধন খাল গ্রাম দিয়ে কয়েকজন বাংলাদেশি জ্বালানি কাঠ সংগ্রহের জন্য শনিবার দুপুরে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়লে ভারতীয় খাসিয়া নাগরিকরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাবুল নিহত হন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজি উল্লাহ খান জানান, যতদূর জেনেছেন ভারতীয় খাসিয়াদের গুলিতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন