এছাড়াও ডায়রিতে কিছু কথা লেখেন জাকির
দাম্পত্য কলহের জেরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক সদস্য আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) রংপুর নগরীর কলেজ রোডের হাবিবনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই র্যাব সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম জাকির হোসেন (২৭)। তিনি রংপুর র্যাব-১৩’এর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। জাকির কলেজ রোডের হাবিবনগর এলাকার ওই ভাড়া বাসায় স্ত্রীর সঙ্গে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে জাকির হোসেনের ঝগড়া হয়। এই ঘটনার পর জাকিরের মামাশ্বশুর এসে তার স্ত্রীকে নিয়ে যান। সেই রাতেই স্ত্রীর মোবাইল ফোনে “আজ থেকে কোনো কথা হবে না” লিখে ম্যাসেজ পাঠান তিনি। এছাড়াও ডায়রিতে কিছু কথা লেখেন জাকির।
বাসার মালিক হাফিজুর রহমান জানান, ছয় মাস আগে জাকির ও তার স্ত্রী বাসা ভাড়া নেন। শনিবার সকালে বাসায় কোনো সাড়া-শব্দ না পেয়ে এবং ঘরের দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ ঘটনাস্থলে আসেন। এরপর বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস লাগানো অবস্থায় জাকির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আব্দুর রশিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জাকির হোসেনের বাবার বাড়িতে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে কথা বলতে র্যাব-১৩ রংপুরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ছিদ্দিক আহাম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা পরে আনুষ্ঠানিকভাবে জানাবো।”
মতামত দিন