এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি স্থানীয় যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রাণকার্ড দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মজিবুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত মজিবুর উপজেলার রসূলপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় বুধবার (১৭ জুন) দুপুরে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে সোমবার ধর্ষণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
মামলার অভিযোগে বলা হয়, এলাকায় নিজেকে যুবলীগ কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন অভিযুক্ত মজিবুর। সেই সূত্রে বেশ কিছুদিন আগে ওই নারীকে ত্রাণকার্ডের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এক পর্যায়ে গত সোমবার রাতে ভুক্তভোগীকে ত্রাণকার্ড দেয়ার কথা বলে ওই নারীকে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে এসে ধর্ষণ করেন মজিবুর। বিষয়টি কাউকে না জানানোর ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন তিনি। পরে বুধবার রাতে থানায় এসে মামলা দায়ের করেন ওই গৃহবধূ।
এ প্রসঙ্গে রুপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান ঢাকা ট্রিবিউনকে জানান, “আসামি মজিবুর রহমান স্থানীয় যুবলীগের কর্মী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতার করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
মতামত দিন