বুধবার সকাল ১০টার দিকে একটি মালবাহী ট্রাক সেতুটি পার হওয়ার সেটি ভেঙে পড়ে
রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী এলাকায় ট্রাকসহ ভেঙে পড়েছে একটি সেতু। এতে রংপুরের সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ সুপার (এসপি) গোলাম কিবরিয়া ঢাকা ট্রিবিউনকে জানান, বুধবার সকাল ১০টার দিকে একটি মালবাহী ট্রাক সেতুটি পার হওয়ার সেটি ভেঙে পড়ে।
দুর্ঘটনায় আহত ট্রাকের চালক ও তার সহকারীকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এদিকে, দুর্ঘটনার পর সেতুর দুই প্রান্তে শত শত যান আটকা পড়ে আছে।
এদিকে, রংপুর সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা ধসে যাওয়া সেতুটির পরিবর্তে বিকল্প সেতুর নির্মাণকাজ শুরু করেছেন। তবে বৃহস্পতিবারের আগে নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সহকারী প্রকৌশলী রেজাউল হক।
তবে সড়ক ও জনপথ বিভাগের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিকল্প সেতু স্থাপন করতে কমপক্ষে দুদিন সময় লাগতে পারে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া দুপুর সাড়ে তিনটার দিকে ঢাকা ট্রিবিউনকে জানান, পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে আসা যানবাহনকে নীলফামারীর জলঢাকা দিয়ে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হবে।
মতামত দিন