'করোনাভাইরাসে মৃত্যুবরণ করা ব্যক্তিদের পরিবার পরিত্যাগ করলেও পুলিশ সদস্যরা তাদের দাফন করেছে'
করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখসারীর যোদ্ধা হিসেবে পুলিশের ভূমিকা জনসাধারণের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
রবিবার দুপুরে পুলিশ সদরদপ্তরের সম্মেলন কক্ষ শাপলায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২১ অতিরিক্ত পুলিশ সুপারের উদ্দেশে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, “করোনাভাইরাস মহামারি চলাকালে পুলিশের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিভিন্ন কারণে যারা এক সময় পুলিশের সমালোচনা করতেন তারাই আজ পুলিশ সদস্যের সাহসী ভূমিকার প্রশংসা করছেন। এটা বিরাট একটি অর্জন।”
মানুষের এই আস্থা করোনাভাইরাস পরবর্তী সময়েও ধরে রাখার জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
আইজিপি আরও বলেন, দুর্যোগের এই সময়ে মানুষকে সেবা দিতে দায়িত্বের বাইরেও কাজ করছেন পুলিশ সদস্যরা। মহামারি চলাকালীন সময়ে বাংলাদেশ পুলিশ মানবাধিকার সংগঠনগুলোর মতো কাজ করছে।
তিনি বলেন, “করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের পরিবার পরিত্যাগ করলেও পুলিশ সদস্যরা তাদের দাফন করেছে।“
“জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ২৪ সদস্য মৃত্যুবরণ করেছেন”, যোগ করেন তিনি।
এ সময় অতিরিক্ত আইজিপি মো. মঈনুর রহমান চৌধুরী, মো. সাহাব উদ্দিন কোরেশী ও এস এম রুহুল আমিন উপস্থিত ছিলেন।
মতামত দিন