বর্তমানে নিজ বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোজাফফার রহমান। রবিবার (১৪ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন ঢাকা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “আইসিইউ বিভাগের প্রধান ডা. মোজাফফার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থাও স্থিতিশীল।”
হাসপাতাল সূত্রে জানা, ৬ দিন আগে করোনাভাইরাস টেস্টে পজিটিভ ফলাফল আসে ডা. মোজাফফরের।
এর আগে শনিবার বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. সাজ্জাদ হোসেন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। গত রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধান মির্জা নাজিম উদ্দিন।
মতামত দিন