এরআগে গত ১০ মে যুক্তরাজ্য থেকে ১০০ জন দেশে ফেরেন
যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ১৫৭ বাংলাদেশি।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত পৌনে একটায় লন্ডন থেকে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়। বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার।
এটি করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা দ্বিতীয় ফ্লাইট। এরআগে গত ১০ মে যুক্তরাষ্ট্র থেকে ১০০ জন বাংলাদেশি দেশে ফেরেন।
দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপোর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে বেশ কয়েকটি ফ্লাইটের মাধ্যমে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনেছে সরকার।
মতামত দিন