পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা নিজের ফেসবুকে সরকার ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেন। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়
সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম ও সরকার সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেবার ঘটনায় দায়ের করা ডিজিটাল আইনের মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মনিরাকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মেট্রোপলিটান পুলিশের তাজহাট থানার ওসি তদন্ত রবিউল ইসলাম গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা নিজের ফেসবুক পেজে সরকার ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেন। তার পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ, বর্ষীয়ান নেতা নাসিমকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়ে তাকে শুধু অসম্মান করা হয়নি বরং সরকারকেও হেয় প্রতিপন্ন করা হয়েছে।
শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হেনা মোস্তফা কামাল বাদী হয়ে তাজহাট থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের করেন। রাত সোয়া ২টার দিকে শিক্ষক সিরাজুম মনিরাকে পুলিশ গ্রেফতার করে।
এদিকে, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া শনিবার গভীর রাতে এই প্রতিনিধিকে জানান, উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ ওই শিক্ষককে নিয়োগ দিয়েছেন। এরসাথে আরও দু’জন সিনিয়র শিক্ষক সরাসরি জড়িত যারা নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন। শিক্ষক সিরাজুম মনিরা রোকেয়া বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন। তিনি এই পদের জন্য যোগ্য না থাকার পরও তাকে নিয়োগ দেওয়া হয়েছিলো এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রায় সকলেই জানে।
ওই ছাত্রলীগ নেতা আরো জানান, ছাত্রাবস্থাতেও বঙ্গবন্ধু সম্পর্কে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দিয়ে মনিরা বিতর্কের জন্ম দিয়েছিলেন।
তবে এব্যাপারে তাজহাট থানার ওসি তদন্ত রবিউল ইসলামের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া অভিযোগটি আমলে নিয়ে মামলা করা হয়েছে।
এদিকে, শিক্ষক গ্রেফতারের বিষয় নিয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
মতামত দিন