ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই সংযুক্ত আরব আমিরাতে তাদের চাকরি হারিয়ে দেশে দিরতে বাধ্য হয়েছেন
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৩৯১ বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) ভোর ৪টা ৩৬ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারল০য়াইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন বলে নিশ্চিত করেছেন সংস্থাটির ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার।
তিনি জানান, “ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের অধিকাংশই লকডাউনের কারণে চাকরি হারিয়েছেন। কর্মহীন অবস্থায় সেখানে অবস্থান করছিলেন তারা। তবে, ফেরত আসা ব্যক্তিদের মধ্যে পর্যটন ভিসাধারীও রয়েছেন কয়েকজন।”
ফেরত আসা কয়েকজন যাত্রী জানান, করোনাভাইরাসের জন্য জরুরি অবস্থায় জারি থাকায় পরিবারের লোকজনদের কাছে ফিরে আসতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, শনিবার পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৭ জনে। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১,৪৯৯ জন।
মতামত দিন