বাসটির চালক সায়েদুর জানান, বাঁশপট্টি এলাকায় তার বাসটি ব্রেকফেল করে, সেই মুহূর্তে ঐ পথচারী সামনে পড়ে যান
রাজধানীর যাত্রাবাড়ীর বাঁশপট্টি এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। পরে ঐ বাসের চালক সায়েদুল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় বাস জব্দ, চালক আটক করেছে পুলিশ।
আটককৃত বাসটির চালক সায়েদুর জানিয়েছে, বাঁশপট্টি এলাকায় তার বাসটি ব্রেকফেল করে, সেই মুহূর্তে ঐ লোকটি সামনে পড়ে যান বলেও জানান তিনি।
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, “মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং চালক সায়েদুরকে ঢামেক হাসপাতাল থেকে আটক করা হয়েছে। তৎক্ষনিকভাবে মৃতের পরিচয় পাওয়া যায়নি।” বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অভিহিত করা হয়েছে বলেও জানান তিনি।
মতামত দিন