সেপটিক ট্যাংকের ভেতরে বিষক্রিয়ায় তাদের দুজনের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতর কাজ করতে নেমে আল আমিন (২৫) ও সুজন (৩২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের গঙ্গাহাট এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) নবিউল হাসান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে গঙ্গারহাট এলাকার আব্দুল আউয়ালের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় শ্রমিক আল আমিন ওই ভবনের নতুন নির্মিত সেপটিক ট্যাংকের স্লাবের শাটার (খুঁটি) খুলতে ভেতর নামেন।
বেশ কিছুক্ষণ তার সাড়া না পাওয়ায় সুজন নামে আরেক শ্রমিক তাকে উদ্ধার করতে নামেন। কিছুক্ষণ পরে তারও সাড়া না পাওয়া গেলে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ঘটনাস্বলে উপস্থিত হয়ে দুজনকে উদ্ধার করে।
ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহীন ঢাকা ট্রিবিউনকে জানান, খবর পেয়ে আমরা এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করি। সেপটিক ট্যাংকের ভেতরে বিষক্রিয়ায় তাদের দুজনের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি নবিউল হাসান বলেন, ট্যাংকের ভেতর জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় শ্বাস নিতে না পারায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন