পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এরপরেও যদি কোনো শ্রমিককে চাকরি হারাতে হয় তবে তাদের অন্তত ছয় মাসের বেতন-ভাতা পরিশোধের বিষয়টি যেন নিশ্চিত করা হয়
চলমান করোনাভাইরাস মহামারিতে সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশি শ্রমিকদের ফেরত না পাঠানোর জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বুধবার (১০ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন টেলিফোন আলাপে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আহমেদ আলি আল সায়েঘ-এর কাছে এমন অনুরোধের কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতিতে যাতে সেদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাজ হারিয়ে দেশে ফিরে আসতে না হয় সেজন্য পদক্ষেপ নিতে আল সায়েঘকে বলেছেন ড. মোমেন।
সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা স্মরণ করিয়ে মোমেন বলেছেন, এরপরেও যদি কোনো শ্রমিককে চাকরি হারাতে হয় তবে তাদের অন্তত ছয় মাসের বেতন-ভাতা পরিশোধের বিষয়টি যেন নিশ্চিত করা হয়।
প্রবাসী শ্রমিকদের জন্য পর্যাপ্ত খাবার সরবরাহের বিষয়টি নিশ্চিত করার বিষয়টিও তদারকির জন্য বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।
জবাবে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আল সায়েঘ।
মতামত দিন