বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে সীমান্তের ২৬৩ নং মেইন পিলারের সাব পিলার-৪ এলাকায় এঘটনা ঘটে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার কুলুমছড়ারপার এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে মিন্টু মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে সীমান্তের ২৬৩ নং মেইন পিলারের সাব পিলার-৪ এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে সীমান্তের ১২৬৩ নং মেইন পিলার এলাকায় গরু চরাতে যান মিন্টু। একপর্যায়ে সাব পিলার-৪ এলাকা দিয়ে সীমান্তের ওপারে গরু চলে যায়। গরু আনতে মিন্টু ওপারে গেলে ভারতীয় খাসিয়া মিন্টুকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুলির শব্দ শুনে মিন্টুর স্বজনরা তার সেলফোনে ফোন দেন। ফোন রিসিভ না করায় স্বজনরা তার সন্ধানে বের হয়ে সাব পিলার-৪ এর সংলগ্ন এলাকায় তার মরদেহ দেখতে পান।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। ভারতীয় খাসিয়ার গুলিতেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
মতামত দিন