উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা পরিষদ মাঠে একদল যুবক ফুটবল খেলছিল
করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারিতে স্থবির পুরো বিশ্ব। বন্ধ রয়েছে বিশ্বের জনপ্রিয় লিগগুলো। এখনও মাঠে ফিরতে পারেননি লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোরা। সংক্রমণ এড়াতে গত ১১ এপ্রিল থেকে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। নিয়ম ভাঙলে আদায় করা হয় জরিমানা।
তবুও সোমবার (৮ জুন) বিকেলে জেলার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে ফুটবল খেলতে যান কিছু যুবক। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টায় সেখানে গিয়ে তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদায় করা হয় মোট ৪ হাজার ৯০০ টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে একদল যুবক ফুটবল খেলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও তাহমিনা আক্তার ঢাকা ট্রিবিউনকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তারা ফুটবল খেলায় মেতে উঠেছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
মতামত দিন