করোনাভাইরাসে জনপ্রিয় এই উপস্থাপকে দুটি ফুসফুসই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় কুইজ শো-এর সঞ্চালক ফেরদৌস বাপ্পি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন।
রবিবার (৭ জুন) লেখক ও সাংবাদিক আনিসুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানান। বর্তমানে বাপ্পি গেন্ডারিয়ার আসগ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।
আনিসুল হক আরও জানান, করোনাভাইরাসে ফেরদৌস বাপ্পির দুটি ফুসফুসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলেও জানান আনিসুল।
এর আগে রবিবার সকালে ফেরদৌসের পরিবার ও স্বজনরা তার জন্য প্লাজমা ডোনার খুঁজছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায়।
উল্লেখ্য, টেলিভিশন উপস্থাপনার অন্যতম ব্যক্তিত্ব ফেরদৌস দীর্ঘ ১৪ বছর বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান “কুইজ কুইজ”-এর সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা পান।
এছাড়া তিনি বাংলাদেশ প্রথম দিকের মিউজিক ভিডিও নির্মাতাদের মধ্যে অন্যতম।
মতামত দিন