নকল হ্যান্ড স্যানিটাইজারের বোতলে '১০০% জীবানুলাশক' লেখা লেবেল লাগানো ছিল
রাজধানীতে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) সকালে রেজা ফুড প্রোডাক্ট নামে ওই প্রতিষ্ঠানের মালিক রেজাউর রহমান ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
ঢাকা ট্রিবিউনকে তিনি বলেন, “তাদের দোকানে ‘১০০% জীবানুনাশক’ লেখা নকল হ্যান্ড স্যনাইটাইজার বিক্রি করা হচ্ছিল। এছাড়া তারা মেয়াদ উত্তীর্ণ হ্যান্ড ওয়াশ বিক্রি করছিলেন। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে র্যাব।”
নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু আরও বলেন, “এ ঘটনায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুসারে প্রতিষ্ঠানের মালিক রেজাউর রহমানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।”
“এই প্রতিষ্ঠানের খাদ্য সামগ্রী প্রস্তুত ও বিক্রির লাইসেন্স রয়েছে। অবৈধভাবে নকল স্বাস্থ্য সামগ্রী বিক্রি করার সাহস তারা কোথা থেকে পেলেন, এটা ভেবে অবাক হচ্ছি”, যোগ করেন তিনি
মতামত দিন