দফায় দফায় চলা হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের বেশ কিছু বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাগান থেকে আম পাড়া নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আয়ুব আলী (১৮) নামে এক স্কুলছাত্র।
নিহত আয়ুব স্থানীয় রাধানগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
বুধবার (২৭ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় চলা হামলা-পাল্টা হামলায় উভয়পক্ষের বেশ কিছু বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে বলেও জানা গেছে।
খবর পেয়ে আড়াইহাজার থানা, খাগকান্দা নৌ-ফাঁড়ি ও কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আম পাড়াকে কেন্দ্র করে বাগান মালিক ইউসুফ আলী ও স্থানীয় বাসিন্দা শাজাহান গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে আয়ুব আলী গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
কালাপাহাড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ শহিদুল আলম জানান, সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
পরিস্থিতি শান্ত করতে গিয়ে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে ঢাকা ট্রিবিউনকে জানান, সংঘর্ষের সময় কিছু বাড়িতে ভাঙচুর করা হলেও কোথাও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ নিয়ে তদন্ত হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন