২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদায় ২৫টি ডলফিন মারা গেছে
১৫ দিনের ব্যবধানে চট্টগ্রামের হালদা নদীতে আরও একটি গাঙ্গেয় ডলফিনের (প্ল্যাটেনিস্টা গ্যাঙ্গেটিকা) মৃতদেহ পাওয়া গেছে। রবিবার (২৪ মে) সকালে ডলফিনটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। মাছ ধরার জাল দিয়ে ফাঁদ তৈরি করে ডলফিনটিকে মেরে ফেলা হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া। উচ্চতায় ৭ ফিট লম্বা ডলফিনটিকে সকাল ১১টার দিকে মদুনাধাট পয়েন্টে মৃত অবস্থায় পাওয়া যায়।
ড. কিবরিয়া বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে জলচর স্তন্যপায়ী প্রাণীটির ছবি তুলেছি। পরে সংশ্লিষ্ট কমিটিকে বিষয়টি জানাই।”
মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, ৭০-৮০ কিলোগ্রাম ওজনের ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
আরও পড়ুন- হালদা নদীতে নৃশংসভাবে মেরে ফেলা হলো ডলফিনটি
হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির এই কো-অর্ডিনেটর আরও বলেন, “তবে, ডলফিনটির মুখে জাল পেঁচানো ছিল। আমরা ধারণা করছি, পোনা মাছ ধরার জাল দিয়ে সেটিকে ফাঁদে ফেলা হয়েছিল এবং শ্বাসকষ্টে সে মারা যায়।”
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত হালদায় ২৫টি ডলফিন মারা গেছে বলে জানান অধ্যাপক কিবরিয়া।
চলতি মাসের ৮ তারিখে স্থানীয়রা নৃশংসভাবে হত্যা করে হালদার আরেকটি ডলফিনকে। ৫২ কেজি ওজনের ডলফিনটির ঘাড় থেকে লেজ পর্যন্ত কেটে ফেলা হয়েছিল।
আরও পড়ুন- হালদা নদীর ডলফিন রক্ষায় হাইকোর্টের নির্দেশ
এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে গত ১২ মে এক রিট আবেদনের পরিপেক্ষিতে হালদা নদীর ডলফিন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে ৭২ ঘণ্টা সময়ও বেঁধে দেওয়া হয়।
মঙ্গলবার (১২ মে) বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) ডলফিনকে বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করেছে।
মতামত দিন