মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে
রাজধানীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জনতা ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হাসিবুর রহমান নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।
হাসিবুর রহমানের বাড়ি মানিকগঞ্জ জেলায়। জনতা ব্যাংকের মতিঝিলের একটি শাখায় কর্মরত ছিলেন তিনি। তার সহকর্মীরা জানান, মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে কিন্তু নমুনা পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।
এদিকে সারাদেশে এখন পর্যন্ত ৫৮ জন ব্যাংক কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। এর মধ্যে সিটি ব্যাংকের ২ জন এবং সোনালী ব্যাংক ও রুপালী ব্যাংকের একজন করে কর্মকর্তা রয়েছেন।
মতামত দিন