‘সদর উপজেলাসহ সবকটি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল’
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আম্ফান বাগেরহাটের উপর দিয়ে বয়ে যাচ্ছে। রাত বৃদ্ধির সাথে সাথে ঝড়ের তাণ্ডবও বাড়ছে। ঝড়ের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশেল খবরও পাওয়া গেছে।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তাফা শাহীন ঢাকা ট্রিবিউনকে বলেন, “সাউথখালী ইউনিয়নের বগী এলাকার বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো উপজেলা।”
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান বলেন, বেড়িবাঁধ ভাঙার খবর শুনেছি।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম বলেন, “সদর উপজেলাসহ সবকটি উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল। ঝড় থেকে রক্ষা পেতে ২ লাখ ৬৮ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২৩ হাজার গবাদি পশুকেও নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।”
তিনি জানান, দুর্যোগ মোকাবিলায় জেলায় রেড ক্রিসেন্ট, স্কাউটস, সিপিপির মোট ১১ হাজার ৭০৮ জন স্বেচ্ছাসেবক, ও ৮৫টি মেডিকেল টিম প্রস্তুত আছে। জেলার জন্য ২০০ মেট্রিকটন চাল, তিনলাখ টাকা, শিশুখাদ্যের জন্য দুইলাখ টাকা, গোখাদ্যের জন্য দুইলাখ টাকা এবং দুই হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।
মতামত দিন