'এবার ঈদের জামাত উন্মুক্ত পরিসরে অনুষ্ঠিত হবে না'
করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসাধারণকে নিজ নিজ অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। মঙ্গলবার (১৯মে) করোনাভাইরাস মহামারির মধ্যে ঈদুল ফিতর উদযাপনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জনসাধারণের উদ্দেশে আইজিপি বলেন, “যেখানে আপনাকে থামানো সেখান থেকেই ফিরে আসুন। করোনাভাইরাস মহামারির মৃত্যুর মিছিলে আপনি একটি সংখ্যা মাত্র। কিন্তু পরিবারের কাছে আপনিই পুরো পৃথিবী।”
“যদি দরকার পড়ে পুলিশ আপনাকে সাহায্য করবে। যারা যারা ঈদ উপলক্ষ্যে বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন তাদের বলবো সরকারের নির্দেশনা মেনে আপনারা বাড়িতেই থাকুন,” যোগ করেন তিনি।
বেনজীর আহমেদ আরও বলেন, “আমরা লক্ষ্য করছি অনেকেই নানাভাবে গ্রামের বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। কিছু না পেলে হেটেই গ্রামের বাড়িতে পৌঁছনোর চেষ্টা করছেন কেউ কেউ। এর ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই আমি বলবো, যে যেখানে আছেন সেখানেই থাকুন। এটাই আপনার জীবনের শেষ ঈদ নয়। বেঁচে থাকলে আরও অনেক ঈদ পাবেন গ্রামে গিয়ে উদযাপনের জন্য।”
এ সময় তিনি বিভিন্ন ফেরিঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় প্রসঙ্গে বলেন, “আমরা নদী পুলিশকে বলেছি এ বিষয়ে ব্যবস্থা নিতে। আর যারা ইতোমধ্যে ফেরিঘাটে চলে গেছেন তাদের বলবো ফিরে আসুন। প্রয়োজন হলে পুলিশের সাহায্য নিয়ে ফিরে আসুন। পুলিশ আপনার ফেরার ব্যবস্থা করে দেবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ২৩টি জেলা করোনাভাইরাসের প্রকোপ মুক্ত ছিল। কিন্তু জনসাধারণ সরকারের নির্দেশ না মেনে অবাধে চলাচল করায় সারাদেশে সংক্রমণ ছড়িয়ে পড়ে।”
এ সময় তিনি উন্মুক্ত স্থানে এইবার ঈদের জামাত অনুষ্ঠিত করা যাবে না বলেও জানান তিনি। মসজিদের ভেতর সংক্ষিপ্ত পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত করতে নির্দেশ বলে উল্লেখ করেন আইজিপি বেনজীর আহমেদ।
মতামত দিন