বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষিত টেকনোলজিস্ট ছাড়া নমুনা সংগ্রহ করা হলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়
রংপুরে সন্দেহভাজন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজ করছেন স্বল্প মেয়াদে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা। এতে পরীক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
টেকনোলজিস্ট সঙ্কট থাকায় ২-৪ দিনের প্রশিক্ষণ দিয়ে অদক্ষ ব্যক্তিদের মাধ্যমে নমুনা সংগ্রহ করছে রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রশিক্ষিত টেকনোলজিস্টের অভাব থাকায় এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশনে (ইপিআই) ও বেসরকারি সংস্থার স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহের কাজটি করছেন। ২-৪ দিনের প্রশিক্ষণ দিয়ে তাদের দিয়ে কাজটি করানো হচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষিত টেকনোলজিস্ট ছাড়া নমুনা সংগ্রহ করা হলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়।
এছাড়া, করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার জন্য কোথায় যোগাযোগ করতে হবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেনি রংপুর মেডিকেল কর্তৃপক্ষ।
তবে জেলা সিভিল সার্জন ডা. হিরম্বর কুমারের দাবি, রংপুর জেলায় নমুনা সংগ্রহের জন্য টেকনোলজিস্টের সঙ্কট নেই। কোথাও কোনো সমস্যা হচ্ছে না।
তবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহাম্মেদ বলেন, “রংপুর বিভাগে ৬৪টি টেকনোলজিস্ট পদ শুন্য রয়েছে।”
স্বল্পমেয়াদে প্রশিক্ষণ নিয়ে যারা কাজ করছেন তাদের সম্পর্কে তিনি বলেন, “কাজ করতে করতে তারা দক্ষ হবেন। এটাই তো বাস্তবতা।”
মতামত দিন