ফেরত আসা যাত্রীদের সবাইকে থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হয়
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে যুক্তরাজ্যে আটকে পড়া ১১৪ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
সোমবার (১১ মে) সকালে ১১৪ বাংলাদেশিকে নিয়ে ফেরা বিমানটি দেশে ফের বলে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকার।
তিনি জানান, ১১৪ বাংলাদেশিকে বহনকারী বিশেষ বিমানটি সোমবার সকাল ৯.৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এদিকে ফেরত আসা যাত্রীদের সবাইকে থার্মাল স্ক্যানারে পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা।
মতামত দিন