সকালে ১১টার দিকে মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ শুরু করেন তারা
রাজধানীর মিরপুরে ১০০ শতাংশ বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।
রবিবার (১০ মে) সকাল ১১টা থেকে মিরপুর-১০ নম্বরে অবস্থান নেন “মেসিস ফ্যাশন লিমিটেড” এর শ্রমিকরা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর বলেন, “পরিস্থিতি নিযন্ত্রণে আনতে পোশাক কারখানার মালিকদের সঙ্গে আলোচনা চলছে।”
এ প্রসঙ্গে ওই কারখানাটিতে কর্মরত মো. সোহাগ নামে এক পোশাক শ্রমিক বলেন, “এ মাসের শেষে ৬০ শতাংশ বকেয়া পরিশোধের কথা জানায় মেসিস ফ্যাশন কর্তৃপক্ষ। এই টাকা দিয়ে আমাদের পরিবার কীভাবে চলবে?” এসময় তিনি সরকারের কাছে ৫ হাজার কোটি টাকা প্রণোদনাও দাবি জানান।
মতামত দিন