উদ্ধারের পর দেখা যায়, ৫২ কেজি ওজনের ডলফিনটির ঘাড় থেকে লেজ পর্যন্ত চিরে ফেলা হয়েছে
হালদা নদীর বাসিন্দা এক ডলফিনকে (প্ল্যাটেনিস্টা গ্যাঙ্গাটিকা) অত্যন্ত নির্মমভাবে আঘাত করে হত্যা করেছে স্থানীয় মানুষ। শুক্রবার (৮ মে) চট্টগ্রামের রাউজান উপজেলার উক্রিচর ইউনিয়নের ছায়ারচরে শরীরে গভীরক্ষতসহ স্তন্যপায়ী প্রাণীটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দেখা যায়, ৫২ কেজি ওজনের ডলফিনটির ঘাড় থেকে লেজ পর্যন্ত চিরে ফেলা হয়েছিলো।
বিশিষ্ট গবেষক ও হালদা নদী গবেষণা গবেষণাগারের সমন্বয়ক প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া ঢাকা ট্রিবিউনকে বলেন, “ডলফিনটিকে যেভাবে মারা হয়েছে তা একবারেই অপ্রত্যাশিত। আমরা ধারণা করছি, ডলফিনটি মাছধরা জালে আটকে গিয়েছিলো এরপর চর্বি বের করার জন্য এটিকে ফেড়ে ফেলার চেষ্টা করা হয়। এটি হালদার ডলফিন সংরক্ষণের জন্য খুবই অশুভ সংকেত।”
এই গবেষক আরও বলেন, “প্রাথমিকভাবে পরীক্ষা করার পর, পাঁচফুট দুই ইঞ্চি উচ্চতার ডলফিনটিকে মাটিতে পুঁতে ফেলা হয়। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদা নদীতে ২৪টি ডলফিন মারা গিয়েছে।”
বাংলাদেশে দুইধরনের ডলফিন দেখতে পাওয়া যায়। এর একটি ইরাবতী ডলফিন (অর্কেলা ব্রাভিরোস্ট্রিস), অন্যটি গাঙ্গেয় (প্লাটানিসা গ্যাজেটিকা)।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) এর লাল তালিকামতে, নদীতে বসবাসকারী ডলফিনগুলোকে স্থানীয়ভাবে শুশুক নামে ডাকা হয়। আর সেটি মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
হালদা নদী গবেষণা পরীক্ষাগারের তথ্যমতে, বর্তমানে বিশ্বজুড়ে নদীতে বসবাসকারী ডলফিন প্রজাতির সংখ্যা ১২শ’র বেশি হবে না এবং এরমধ্যে হালদা নদীতে প্রায় আড়াইশ’টি ডলফিনের সন্ধান পাওয়া যায়।
মতামত দিন