কারা অধিদপ্তর সূত্রে জানায়, বর্তমানে দেশের কারাগারগুলোতে প্রায় ৯০ হাজার কারাবন্দি রয়েছে। লঘুদণ্ডে দণ্ডিত ২ হাজার ৮৮৪ জনের তালিকা করা হয়েছে
করোনাভাইরাস পরিস্থিতিতে লঘুদণ্ডপ্রাপ্ত ১৭০ কারাবন্দিকে মুক্তি দিয়েছে সরকার। শনিবার (২ মে) দেশের বিভিন্ন কারাগার থেকে এই প্রক্রিয়া শুরু হয়।
কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় ২,৮৮৪ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রক্রিয়ার প্রথম ধাপে ১৭০ জনকে শনিবার মুক্তি দেওয়া হয়। দুই একদিন পরপর এই মুক্তি প্রক্রিয়া চলবে।
কারা অধিদপ্তর সূত্রে জানায়, বর্তমানে দেশের কারাগারগুলোতে প্রায় ৯০ হাজার কারাবন্দি রয়েছে। লঘুদণ্ডে দণ্ডিত ২ হাজার ৮৮৪ জনের তালিকা করা হয়েছে।
মতামত দিন