লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক অপহরণ মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যায় এলাকাবাসী
নড়াইলের লোহাগড়ায় একটি অপহরণ মামলার পলাতক আসামিকে গ্রেফতারের পর "ছিনতাই" করে নিয়ে গেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে লোহাগড়া উপজেলার তালবাড়িয়া বাজার এলাকায় স্থানীয় কিছু লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে অপহরন মামলার পলাতক আসামি জাহিদ শেখকে ছিনিয়ে নিয়ে যান বলে নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান।
এ ঘটনায় লোহাগড়া থানার দুইজন এএসআইসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার তালবাড়িয়া গ্রামের ডাকু শেখের ছেলে দলিল লেখক জাহিদ শেখ একটি অপহরণ মামলার আসামি। বৃহস্পতিবার বিকালে লোহাগড়া থানার এএসআই কবির হোসাইন ও তুহিন আক্তারের নেতৃত্বাধীন একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। আটক করে ফিরে আসার পথে তালবাড়ীয়া বাজার এলাকায় পৌঁছালে জাহিদের সহযোগীরা পুলিশ ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় উপস্থিত ৫ পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী জানান, পুলিশ জাহিদকে আটক করে বেধড়ক মারপিট করতে করতে তালবাড়িয়া বাজারে নিয়ে আসে। এ দৃশ্য দেখে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে হামলা চালায়।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, “এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”
মতামত দিন