তবে যাত্রীবাহী ট্রেন পরিষেবা কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়ে কিছু জানাননি তিনি
করোনাভাইরাস পরিস্থিতিতে শাকসবজি, ফলমূল ও কৃষিপণ্য পরিবহনের জন্য শুক্রবার (০১ মে) থেকে লাগেজ ভ্যান পরিষেবাটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “লাগেজ ভ্যান পরিষেবা ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-জামালপুর-দেওয়ানগঞ্জ এবং ঢাকা-যশোর-খুলনাসহ তিনটি রুটে পুনরায় চালু হবে।”
তবে যাত্রীবাহী ট্রেন পরিষেবা কবে নাগাদ চালু হতে পারে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ থেকে সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করলে বাংলাদেশ রেলওয়ে সারাদেশে ট্রেন চলাচল স্থগিত করে।
যদিও ছুটির দিনেও মালবাহী ট্রেন চলাচল করছে।
মতামত দিন