ভার্চুয়াল প্লাটফর্মে গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সমাজের সামর্থ্যবানদের সহায়তায় করোনাভাইরাস মহামারি দূর করতে বদ্ধপরিকর
করোনাভাইরাস মহামারিতে কর্মহীন মানুষের জন্য ১ টাকার বিনিময়ে ইফতারের ব্যবস্থা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের “কোভিড ১৯ - (করোনা) যোদ্ধা” নামে একটি গ্রুপ।
এই গ্রুপটির সদস্যদের উদ্যোগে চলমান সঙ্কটে মাগুরা সদরের অসহায় কর্মহীন ১০০ ব্যক্তিকে সোমবার (২৭ এপ্রিল) থেকে ১ টাকার বিনিময়ে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।
উদ্বোধনী দিনে মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এই কর্মসূচি পালিত হয়। এই ইফতার প্যাকের মধ্যে রয়েছে খিচুড়ি, খেজুর ও শশা।
ফেসবুক গ্রুপটির অন্যতম সমন্বয়ক আসিফ হাসান শাকিল ঢাকা ট্রিবিউনকে বলেন, শ্রমজীবী, দিনমজুরদের কথা ভেবেই আমাদের এই আয়োজন। রমজানের বাকি দিনগুলোতেও শহরের বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম চলবে।
আরেক সমন্বয়ক তারিক আব্দুল্লাহ বলেন, ভার্চুয়াল প্লাটফর্মে গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সমাজের সামর্থ্যবানদের সহায়তায় করোনাভাইরাস মহামারি দূর করতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, ইফতার কর্মসূচি ছাড়াও ফেসবুক ভিত্তিক সংগঠনটি কয়েক ধাপে শহরে ত্রাণ সামগ্রী বিতরণ করে। তাদের সহায়তার মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
মতামত দিন