রাজধানীর বিভিন্ন হাসপাতাল থেকে ব্যবহৃত মাস্ক-পিপিই সংগ্রহ করে ধুয়ে আবার বিক্রি করছিলেন ওই ব্যক্তি
বিভিন্ন হাসপাতালে ব্যবহৃত মাস্ক ও পিপিই বিক্রির অভিযোগে মনির হোসেন নামে এক ব্যক্তিকে ২ বছরের কারাদণ্ড দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকার ভাটারা থানাধীন ফাসেরটেক বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন হাসপাতালে ব্যবহৃত মাস্ক, গ্লাভস ও পিপিই সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন মনির। গোপন সূত্রে এই তথ্য জানতে পেরে শুক্রবার রাতে বালুরমাঠ এলাকায় অভিযান চালায় র্যাব-১ ও ভাটারা থানার পুলিশ।
অভিযানে মনির ও তার ৩ সহযোগী হাতেনাতে ধরা পড়েন। তারা এ সময় বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা মাস্ক, পিপিই ও গ্লাভস মজুদ করছিলেন।
সারওয়ার আলম ঢাকা ট্রিবিউনকে বলেন, “তারা বিভিন্ন হাসপাতাল থেকে ব্যবহৃত মাস্ক ও পিপিই এনে এখানে মজুদ করতেন। পরে সেগুলো কামরাঙ্গীরচর এলাকায় নিয়ে গিয়ে ধুয়ে আবার বিক্রি করছিলেন মনির ও তার সহযোগীরা।”
তিনি আরও বলেন, “এমন জঘন্য অপরাধের জন্য মনিরকে ২ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এই কাজের সাথে যুক্ত আরও ৩ ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
এ সময় মাস্ক কিংবা পিপিই কেনার সময় সেগুলো উপযুক্ত কিনা তা যাচাই করে দেখার আহ্বান জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনি বলেন, “মেডিকেল বর্জ্য ধুয়ে আবার ব্যবহার করার কোনও নিয়ম নেই। এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
মতামত দিন