হরিণটিকে ধরে অমানবিকভাবে বেঁধে রাখা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকা থেকে লোকালয়ে চলে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সুন্দরবন সংলগ্ন উত্তর সোনাখালী এলাকা থেকে গ্রামবাসী হরিণটিকে উদ্ধার করে।
পরে মঠবাড়িয়া থানা পুলিশের মাধ্যমে সেটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। হরিণটিকে ধরে অমানবিকভাবে বেঁধে রাখা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র।
বনবিভাগ সূত্রে জানা যায়, রাতের বেলায় শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকা থেকে রাতে হরিণটি সাঁতরে লোকালয়ে চলে যায়। শুক্রবার সকাল ৭টার দিকে ওই গ্রামের একটি বাড়ির পুকুরপাড় থেকে সেটিকে ধরে মঠবাড়িয়া থানায় নিয়ে যায় গ্রামবাসী।
থানা থেকে বনবিভাগকে খবর দিলে তারা হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান। হরিণটিকে বিকেলে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হবে বলে ঢাকা ট্রিবিউনকে জানান শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নাল আবেদীন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে “বারকিং ডিয়ার” প্রজাতির আরও একটি হরিণ বলেশ্বর নদী থেকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন এক মৎস্যজীবী। সেটিকেও বনে ছেড়ে দেওয়া হয়েছে।
মতামত দিন