হাইকমিশনের এক বার্তায় বলা হয়, ‘ঝুঁকিতে থাকা ব্রিটিশ নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদের জন্য আমাদের এই বিশেষ ফ্লাই অব্যাহত থাকবে। আগামী ২৫ ও ২৬ এপ্রিল আরও দুটি ফ্লাইটের সূচি নির্ধারিত রয়েছে’
বিশেষ চাটার্ড ফ্লাইটে দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা ছেড়েছেন আরও ১৭৭ জন ব্রিটিশ নাগরিক।ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি বিকাল ৩টার দিকে লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এতে সহায়তার জন্য বাংলাদেশ সরকার, এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
হাইকমিশনের এক বার্তায় বলা হয়, “ঝুঁকিতে থাকা ব্রিটিশ নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চান, তাদের জন্য আমাদের এই বিশেষ ফ্লাই অব্যাহত থাকবে। আগামী ২৫ ও ২৬ এপ্রিল আরও দুটি ফ্লাইটের সূচি নির্ধারিত রয়েছে।”
করোনাভাইরাসের কারণে সৃষ্টি পরিস্থিতিতে গত ২১ এপ্রিল প্রথমবারের মতো বাংলাদেশ থেকে দেশে ফিরে যান ২৬৪ জন ব্রিটিশ নাগরিক।
মতামত দিন