ত্রাণ পাওয়া ব্যক্তিরা বলেছেন, ‘হজে না গেলেও আল্লাহ যেন তার হজ কবুল করে নেন’
এ বছর হজে যাওয়ার ইচ্ছা ছিল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার স্থানীয় সাংবাদিক ও সমাজসেবক আনছার আলীর। কিন্তু করোনাভাইরাস সৃষ্ট বৈশ্বিক মহামারির কারণে হয়ত এবার হজ করা হচ্ছে না তার। তাই এই মহামারিতে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে হজের জন্য জমানো তিন লাখ টাকা দিয়ে খাবার বিতরণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার মুশুদ্দি বটতলা মাজার প্রাঙ্গনে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফা সিদ্দিকা।
খাদ্য সামগ্রী পাওয়া দরিদ্র দিনমজুর জরিনা, হাওয়া, বাবুল, রিয়াজ উদ্দিনসহ অন্যান্যরা জানান, “এ পর্যন্ত কোথাও ত্রাণ পাই নাই। হজে না গিয়ে সেই টাকায় আমাদের মতো গরিব মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন আনছার ভাই। আমরা খুবই খুশি। আল্লাহ যেন তার হজ কবুল করে নেন।”
এ বিষয়ে সাংবাদিক আনছার আলী বলেন, “হজে যাওয়ার জন্য কষ্ট করে ৩ লাখ টাকা যোগাড় করেছিলাম। কিন্তু এই দুর্যোগের মুহূর্তে হজে যাওয়ার চাইতে অসহায়দের সহায়তা করাই আমার কাছে বড় মনে হয়েছে। তাই আমি সেই টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে গরীর-দুঃখীদের মাঝে বিতরণ করেছি।”
ইউএনও আরিফা সিদ্দিকা বলেন, আনছার আলী মহৎ কাজ করেছেন। সামর্থ্যবানদের উচিৎ এই দুর্যোগে সাধ্যমতো এগিয়ে আসা।
মতামত দিন