এর আগে আইইডিসিআর রাজধানীর মিরপুরকে করোনাভাইরাস সংক্রমণের একটি অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে
মিরপুরের দুই এলাকার কয়েকটি ভবনকে লকডাউনের আওতা হিসেবে ঘোষণা করেছে পুলিশ। আলাদাভাবে দু’জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (১৮ এপ্রিল) মিরপুর পাইকপাড়ার একটি ভবনের এক বাসিন্দার মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। পরে সেই ভবনটি লকডাউন করা হয়। মিরপুর মডেল পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।
এছাড়া, একব্যক্তির কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হলে, মিরপুর-১১ নাম্বারের একাধিক ভবন লকডাউন করে পুলিশ।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, তার থানাধীন আরও কয়েকটি ভবনও ঘোষণা করা হয়েছে।
এর আগে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)রাজধানীর মিরপুরকে করোনাভাইরাসের সংক্রমণের একটি অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। েএছাড়া এপর্যন্ত মোট ২ হাজার ১৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।
একইসাথে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৭৫৮। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৩ লাখ ৩১ হাজার ২ জন।
মতামত দিন