ডা. আব্দুল হালিম করোনা আক্রান্ত সন্দেহভাজনদের পরীক্ষার জন্য রক্তসহ অন্যান্য নমুনা সংগ্রহ করতেন
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল হালিম লাভলুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) নমুনা পরীক্ষার পর তিনি করোনা পজিটিভ বলে প্রতিবেদন দেওয়া হয়।
রংপুরের সিভির সার্জেন ডা. হিরম্ব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে রংপুরে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডা. আব্দুল হালিম করোনা আক্রান্ত সন্দেহভাজনদের পরীক্ষার জন্য রক্তসহ অন্যান্য নমুনা সংগ্রহ করতেন। ইতিমধ্যে মিঠাপুকুরে করোনা রোগীদেরও তিনি নমুনা সংগ্রহ করেছেন। গত দু’দিন ধরে অসুস্থ বোধ করায় শুক্রবার (১৭ এপ্রিল) তার নমুনা রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর মেশিনে পরীক্ষার পর করোনা পজিটিভ বলে প্রতিবেদন দেওয়া হয়। ডা. আব্দুল হালিমকে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।
মতামত দিন