সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশিকুর রহমান জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে। এই বিপদের দিনে পুলিশ সার্বক্ষণিক জনগণের পাশে আছে
করোনাভাইরাস সৃষ্ট সঙ্কটে বিপন্ন মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ হাতে নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগ। এই কর্মসূচিতে পুলিশকে সহযোগিতা করেছে সিটি ব্যাংক।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় মহানগরীর দামপাড়া পুলিশ লাইন্সের জনক চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।
এর আওতায় চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া বিপন্ন ও অসহায় দেড় হাজার পরিবারকে খাবার ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করা হবে। তালিকা করে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
আরও পড়ুন- বাড়ি বাড়ি গিয়ে দরিদ্রদের হাতে খাবার তুলে দিচ্ছে সিএমপি
এ বিষয়ে সিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আশিকুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, ভবিষ্যতেও চট্টগ্রাম মহানগর পুলিশের এমন উদ্যোগ অব্যাহত থাকবে। এই বিপদের দিনে পুলিশ সার্বক্ষণিক জনগণের পাশে আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস.এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনসহ পুলিশ ও ব্যাংকটির অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তারা।
মতামত দিন