পাজেরো জিপ নিয়ে এই দুই মাদক ব্যবসায়ী চৌদ্দগ্রাম উপজেলার নাটাপাড়া সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে ফেরার পথে এলাকাবাসীর হাতে আটক হয়
কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত দিয়ে মাদক আমদানি করে পাচারকালে পাজেরো জিপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এরা কুমিল্লার লাকসাম, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটসহ আশ-পাশের বিভিন্ন উপজেলায় খুচরা মাদক বিক্রেতাদের ইয়াবা, ফেনসিডিলসহ নানা ব্রান্ডের মাদক সরবরাহ করে আসছিলেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী এলাকা নাটাপাড়ায় মাদক আনতে গেলে এলাকাবাসী তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় পুলিশ পাজেরো জিপ থেকে ১৫ বোতল ফেনসিডিল জব্দ করে। জব্দ করা হয় জিপটিও। বুধবার তাদেরকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুমিল্লার লাকসামের গাজীমুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪০) ও শরিয়তপুর জেলার ঘোষেরহাট উপজেলার নীগের পাড়া গ্রামের মৃত আলী আশরাফের ছেলে শহিদুল ইসলাম(৩৫)।
চৌদ্দগ্রাম থানার ইন্সপেক্টর ত্রিনাথ সাহা জানান, পাজেরো জিপ নিয়ে দুই মাদক ব্যবসায়ী চৌদ্দগ্রাম উপজেলার নাটাপাড়া সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে ফেরার পথে এলাকাবাসীর হাতে আটক হন। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।
পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেছে।
মতামত দিন