করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পরিবারকে সুরক্ষিত রাখতে এই পরিকল্পনা করেছে সরকার
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, নার্স ও অন্যান্যদের কোয়ারেন্টিনে রাখার জন্য বিশেষ ব্যবস্থার কথা ভাবছে সরকার। এ লক্ষ্যে রাজধানীর ১৯টি হোটেলের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। হাসপাতালে দায়িত্ব পালন শেষে বাড়ি না ফিরে ওই হোটেলগুলোতে কোয়ারেন্টিনে থাকবেন তারা।
রবিবার (১২ এপ্রিল) এ বিষয়ে মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তরের পরিচালক (স্বাস্থ্য) ড. মো. আমিনুল হাসান স্বাক্ষরিত চিঠিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঢাকা ট্রিবিউনকে জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা দিতে গিয়ে ইতোমধ্যে সংক্রমিত হয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক। তাই এই ঝুঁকি থেকে চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পরিবারকে সুরক্ষিত রাখতে এই পরিকল্পনা করেছে সরকার।
চিঠিতে ১৯টি হোটেলের নাম উল্লেখ করে করোনাভাইরাস আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত অন্যান্যদের জন্য ৫৮০টি কক্ষ বরাদ্দ চাওয়া হয়েছে।
মতামত দিন