করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে নিজ বাড়িতে আত্মগোপন করে ওই যুবক
ভোলার লালমোহনে করোনাভাইরাস সংক্রমণ ঘটাতে পারে এমন সন্দেহে লালমোহন পৌর এলাকার একটি বাড়ির ৯টি বসতঘর লকডাউন করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি।
জানা যায়, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির বাড়ি থেকে পালিয়ে ভোলার লালমোহনে নিজ বাড়িতে আত্মগোপন করে এক যুবক। যাতে করে তার মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে না পারে এমন সেই সতর্কতা হিসেবে ওই যুবকের বাড়িসহ আশপাশের ৯টি ঘর লকডাউন করা হয়েছে।
নির্বাহী অফিসার জানান, দু’জন ভিডিপি সদস্যকে বাড়িটি পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে।
মতামত দিন