এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও পুত্র
কুমিল্লার লাকসামে পারিবারিক বিরোধের জেরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় জসিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার আজগরা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে বৃহস্পতিবার জসিম উদ্দিনের ছেলে ইমাম হোসেনের শ্বশুরবাড়ির লোকজন অতর্কিত হামলা চালান। হামলায় গুরুতর আহত হন জসিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ইমাম হোসেন জানা, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ থাকায় তার স্ত্রী রেহেনা বেগম সম্প্রতি বাবার বাড়িতে ফিরে যান। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে তার শ্যালক মনির ও চাচা শ্বশুরের নেতৃত্বে ১০/১২ জন তাদের উপর হামলা চালান। হামলায় তার বাবা-মা দুইজনই আহত হন। এক পর্যায়ে তাদের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জসিম উদ্দিনের মৃত্যু হয়।
ওসি নিজাম উদ্দিন এ ব্যাপারে ঢাকা ট্রিবিউনকে বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নিয়ে আসে। থানায় অভিযোগের পর জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”
মতামত দিন