বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ হয়ে গেছে কল-কারখানা। এতে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুরেরা পড়েছেন বিপদে। সারাদেশের মতো চট্টগ্রাম মহানগরীতেও এমন মানুষের সংখ্যা অনেক। চলমান পরিস্থিতিতে তাদেরকে থাকতে হচ্ছে অনাহারে-অর্ধাহারে। এসব মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মহানগরীর ২৫০০ দরিদ্র পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন সিএমপি উত্তর বিভাগের পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা ১২টায় পাচঁলাইশ থানার শায়লা কমিউনিটি সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান।
উদ্বোধনী দিনে ১০জন বৃদ্ধ, প্রতিবন্ধী হতদরিদ্র ব্যক্তিকে খাদ্যসামগ্রী দেয় সিএমপি উত্তর বিভাগ। তালিকাভুক্ত বাকি পরিবারগুলোকে পর্যায়ক্রমে বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেওয়া হবে।
ছবি: সৌজন্যএ বিষয়ে সিএমপি উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন) আশিকুর রহমান ঢাকা ট্রিবিউনকে বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কটে অভাবগ্রস্ত মানুষের দুদর্শার কথা চিন্তা করে আমরা সমাজের বিত্তশালীদের কাছে সহায়তার আহ্বান করি। তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে সহায়তা করেছেন। সেই অর্থেই এই সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, এর আগেও সিএমপি কমিশনারের উদ্যোগে চার শতাধিক পরিবারকে সহায়তা করা হয়। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাকসহ অন্যান্য উধ্বর্তন কর্মকর্তারা।
মতামত দিন