রবিবার (২৯ মার্চ) সকাল থেকে নিম্ন আয়ের মানুষদের মাঝে সরকারি খাদ্য সাহায্য বিতরণ শুরু করেছে বাগেরহাট জেলা প্রশাসন
করোনাভাইরাস নিয়ে চলমান সংকটে সরকারের দেয়া খাদ্য সাহায্য পৌঁছে দিতে কাঁধে বস্তা নিয়ে নিম্ন আয়ের মানুষদের বাড়িবাড়ি ছুটছেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। রবিবার (২৯ মার্চ) সকাল থেকে সরকারি খাদ্য সাহায্য বিতরণ শুরু করে বাগেরহাট জেলা প্রশাসন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মামুনুর রশীদ জানান, সরকার করোনাভাইরাস প্রতিরোধে খাদ্য সহায়তা হিসেবে বাগেরহাট জেলায় ১০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। রবিবার থেকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে।
বাগেরহাট সদর, ফকিরহাট ও মোল্লাহাটসহ জেলার বিভিন্ন উপজেলায় মানুষের হাতে তুলে দেয়া প্রতি প্যাকেটে ১০ কেজি করে চাল, এক কেজি ডাল, আলু, লবণ, তেলসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রীও রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
মতামত দিন