করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে দ্বীপ জেলা ভোলায় নৌ-বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে
করোনাভাইরাস মোকাবিলায় জারি করা সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করায় ভোলার বাংলাবাজারে ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২ টার দিকে পরিচালিত এক অভিযানে ওই ১০ জনকে ২০০ টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
এদিকে করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম ও সামাজিক দূরত্ব মেনে চলতে দ্বীপ জেলা ভোলায় নৌ-বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনকে সহযোগিতা করতে বৃহস্পতিবার দুপুর থেকে নৌ-বাহিনীর দু’টি কন্টিনজেন্ট মোতায়েন করা হয়।
নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার নুর মোহাম্মদ সাংবাদিকদের জানান, ভোলায় জনগণকে সচেতন করতে ইতোমধ্যে নৌবাহিনীর কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত জেলায় দুটি কন্টিনজেন্ট এসেছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর রোড, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় তারা টহল দিয়েছে।
মতামত দিন